ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আব্দুল খালেক (৬৫) নামের এক কবিরাজ। বিয়ের তিন বছরেও সন্তান না হওয়া এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আসামি আব্দুল খালেক উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের নবিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ও মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (৩৬) মুক্তাগাছায় স্বামীকে নিয়ে বসবাস করেন। সন্তান না হওয়ায় একই এলাকায় কবিরাজ আব্দুল খালেকের শরণাপন্ন হন তিনি। একপর্যায়ে কবিরাজ খালেককে ১৫ হাজার টাকাও দেন তিনি। গত ৮ মার্চ ওই নারী আবারও কবিরাজের বাড়িতে যান। সেখানে তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন কবিরাজ। এরপর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যায় ওই নারী ঘটনার বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’