বরগুনায় নেতাকর্মীদের মধ্যে জিয়া শিশু একাডেমির ঈদ উপহার বিতরণ

বরগুনার বেতাগীতে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ উপহার বিতরণ করেছে জিয়া শিশু একাডেমি। আজ সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল ও কৃষি কলেজ মাঠে এ ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহ্ফিলের আয়োজন করে জিয়া শিশু একাডেমি।
একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি অসহায় গ্রামবাসীর মধ্যে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক নেতাকর্মী এ উদ্যোগকে ব্যতিক্রমী আয়োজন বলে মনে করেন। সাধারণত ঈদে দলীয় নেতাকর্মীরা থাকেন উপেক্ষিত। দলের জন্য ত্যাগ স্বীকার করা এসব নেতাকর্মীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এ উদাহরণ অনন্য ও অনুসরণীয়।
ঈদ উপহার পেয়ে স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা বলেন, স্থানীয় যেসব নেতাকর্মী দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবির সবসময় তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছেন। পাশে থেকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন। ঈদের আগে প্রায় প্রতি বছরই তিনি এমন আয়োজন করে আসছেন।
জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীর বলেন, রমজান মাসের প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তা শুধু নিজে উপভোগ করলেই হবে না, আমাদের সমাজের প্রতিটি মানুষকে নিয়েই উপভোগ করতে হবে।
হুমায়ুন কবীর আরও বলেন, প্রতি বছরই বাংলাদেশ জিয়া শিশু একাডেমির পক্ষ থেকে অসহায়, দরিদ্র্য মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করেছি। তাদের নিয়ে ইফতার মাহফিল করেছি। কিন্তু এবার একটু ভিন্ন আঙ্গিকে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে। ইফতার মাহফিল এর মাধ্যমে ভালোবাসা বিনিময় করেছি। দুর্দিনে দলের জন্য এসব নেতাকর্মীই জীবন বাজি রেখে অনেক কষ্ট করেছেন। তাই স্বচ্ছল সবারই উচিত এসব নেতাকর্মীর পাশে দাঁড়ানো।