ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলায় আলু বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রহিমানপুর ইউনিয়নের ভেলাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা জয়ন্ত রায় (২৯) ও মধুপুর বালিয়াডাঙ্গীর বাসিন্দা আরফান (২৩)।
আহতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরি গ্রামের মহসিনা বেগম (৪৫), একই গ্রামের বাসিন্দা শিশু আসিয়া জান্নাত (৩), পীরগঞ্জের জামাইবাড়ির বাসিন্দা আকলিমা (২২) ও ঠাকুরগাঁও সদরের মহুবাসীর বাসিন্দা মুরাদ (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই একটি ট্রাক দ্রুত গতিতে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। ট্রাকটি ভেলাজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা অটোরিকশায় থাকা বাকি যাত্রীদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরফানের মৃত্যু হয়।
ওসি শহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।