ধূমপানের বিষয়ে তামিমের নাম চলে আসায় চিকিৎসকের দুঃখ প্রকাশ

ধূমপানের বিষয়ে তামিমের নাম চলে আসায় দুঃখপ্রকাশ করেছেন তাঁর পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক। ছবি : ভিডিও থেকে নেওয়া
ধূমপানের বিষয়ে তামিমের নাম চলে আসায় দুঃখপ্রকাশ করেছেন তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক। আজ শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে তাঁর পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার দুঃখ প্রকাশ করেন।
এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে স্মোকিং প্রসঙ্গ এসেছে। এবং এখানে তামিমের নামটা ভুলবশত এটাচ করার জন্য আমি দুঃখিত।’
ডা. শাহাবুদ্দিন তালুকদার আরও বলেন, ‘আমি চাই, আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানাবেন যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসেবে এ প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত।