নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে : কৃষক দল সম্পাদক বাবুল

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নেতাকর্মীদের উদ্দশে বলেছেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও ষড়যন্ত্র চলছে। একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে। আর সেজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন আদর্শ স্কুল মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজনীতিবিদদের ভেতর বিদ্বেষ-বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। আর এসব করা হচ্ছে আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য। আমরা ভোটের অধিকার রক্ষার জন্য ১৭ বছর লড়াই করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আর সেই ভোটের অধিকার নিয়ে যদি কোনো তালবাহানা হয় তাহলে প্রয়োজনে আবার আমরা লড়াই করব।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।