কারাগার থেকে শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার দাবি পলকের

বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা জুনাইদ আহমেদ পলককে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরে তার আইনজীবী তরিকুল ইসলাম আদালতে শুনানিতে বলেন, কাশিমপুর কারাগারে পলককে অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী জায়গায় রাখা হয়েছে।
আইনজীবী আরও বলেন, কারাগারে যেখানে পলককে রাখা হয়েছে সেই ঘরে পর্যাপ্ত আলো বাতাস নেই। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানিও পড়ে।
এর আগে পলকের সঙ্গে কথা বলেন তার আইনজীবী তরিকুল ইসলাম। এসময় কারাগারে তার কী ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তিনি আইনজীবীকে জানিয়েছেন। পলক আইনজীবীদের কাছে দাবি করেন, কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে।
আইনজীবীর উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।’
এ বিষয়ে পলকের আইনজীবী গণমাধ্যমকে বলেন, সকালে প্রিজন ভ্যানে করে তাকে (পলক) আদালতে হাজির করা হয়। তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারের হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে, সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন।
আইনজীবী আরও বলেন,পলককে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ নেই। বৃষ্টিতে রুম ভিজে যায়। থাকার অনুপযোগী জায়গায় তাকে রাখা হয়েছে, যা অমানবিক। এতে মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।