ওয়েলডিং মেশিনে শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ল দুটি ট্রাক
ঝিনাইদহে ওয়েলডিং মেশিনে শর্ট সার্কিট থেকে আগুনে দুটি ট্রাক পুড়ে যায়। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মল্লিক নগর ট্রাকস্ট্যান্ডে ওয়েলডিং মেশিনে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি ট্রাক পুড়ে গেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মল্লিক নগরে মেহেরান ট্রেডার্সের ওয়েলডিং মেশিনের পাশে দুটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। সে সময় ওয়েলডিং মেশিনে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ট্রাকের তেলের ট্যাংকে ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, মূলত ওয়েলডিং মেশিন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)