সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরের মুচির দোয়ানি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. বিল্লাল হোসেন (৩৩) নামের এক বনদস্যুকে আটক করা হয়েছে।
গতকাল রোববার (২৭ এপ্রিল) রাতে তাকে আটক করে কোস্ট গার্ড। আটক বনদস্যু বিল্লাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লে. মাহবুব উল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে মুচির দোয়ানি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যু দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। কিন্তু তাদের মধ্যে বিল্লাল হোসেনকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
মাহবুব উল আলম আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।