নয়াপল্টনে চলছে শ্রমিক-জনতার সমাবেশের মঞ্চ তৈরির কাজ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদলের শ্রমিক-জনতার সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি : এনটিভি
‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ প্রতিপাদ্যে মহান মে দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক-জনতার সমাবেশ হবে। আগামীকাল বৃহস্পতিবার (১ মে) বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে।
আজ বুধবার বিকেল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে শ্রমিক-জনতার সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) মঞ্চ তৈরির কাজ চলছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারচ্যুয়ালি যুক্ত হবেন।