খালেদা জিয়ার রওনা হওয়ার বিষয়ে যা বললেন তাঁর উপদেষ্টা ড. এনামুল হক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দেশে ফিরবেন। আগামীকাল রোববার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশের উদ্দেশে রওনা হবেন তিনি। এ বিষয়ে লন্ডনে এনটিভির সঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেগম খালেদা জিয়া এখন সুস্থতার দিকে এগোচ্ছেন। ১৭ দিন লন্ডন ক্লিনিকে থেকে, এরপর তিনি তাঁর ছেলে তারেক রহমানের বাসায় একই ক্লিনিকের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর (শারীরিক অবস্থার) ইম্প্রুভ (উন্নতি) হয়েছে। আগামীকাল রোববার (৪ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।’
সফরসঙ্গী হিসেবে কারা থাকছেন, এমন প্রশ্নের জবাবে ড. এনামুল হক বলেন, ‘লন্ডনে আসার সময় আমাদের মেডিকেল টিম, যারা দীর্ঘদিন দেশে তাঁকে চিকিৎসা করেছেন, তারাই ছিলেন ওনার সফরসঙ্গী। তারাই ওনার (খালেদা জিয়া) সঙ্গে দেশে ফেরার কথা। ঢাকা থেকে যারা এসেছিলেন তারাই ফিরবেন। এদের সঙ্গে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আমাদের সঙ্গে থাকবেন।’
তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন, জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান অপেক্ষা করছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। পরিবেশ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেশে যাবেন। এজন্য কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এগুলো সম্পন্ন হলেই তিনি চলে যাবেন বাংলাদেশে। তাঁর আগ্রহ, যদি আজকেই কার্যক্রমগুলো শেষ হয় তাহলে কালকেই বাংলাদেশে যেতে মানসিকভাবে তৈরি। প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকবেন।’ বিস্তারিত দেখুন ভিডিওতে।