তরুণীর দাবির সত্যতা না পাওয়ায় জামায়াত নেতাকে সাময়িক অব্যাহতি

‘স্ত্রীর স্বীকৃতি পেতে জামায়াতনেতার বাড়িতে তরুণীর অনশন’ শিরোনামে এনটিভি অনলাইনে সংবাদ প্রচারের পর সেই ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শনিবার (৩ মে) সংবাদ প্রকাশের একদিন পর আজ সোমবার (৫ মে) জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে এই অব্যাহতি দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা এওয়াজপুর ইউনিয়নের সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুরের বাড়িতে স্ত্রীর দাবিতে এক তরুণীর অনশন মর্মে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি গোচর হওয়ার পর সংগঠন একটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে তরুণীর দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি অধিক তদন্তের স্বার্থে তাঁকে দলীয় পদ-পদবি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। অধিক তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২ মে) বিকেলে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন একই উপজেলার রোজিনা বেগম (২৮) নামে এক তরুণী।