মিছিলে মিছিলে শাহবাগে গণজমায়েত শুরু

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলে শাহবাগে গণজমায়েত শুরু। ছবি : এনটিভি অনলাইন
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলে মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১০ মে) বিকেল তিনটার পর থেকেই শাহবাগ মোড়ে মিছিল আসতে থাকে।
সকাল থেকে খুব বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য না করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে। ইতোমধ্যে শাহবাগসহ চারপাশে লোকারণ্যে পরিণত হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

তিন দফা দাবি হলো ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং ৩.জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।