খাগড়াছড়িতে ১০ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে খাগড়াছড়িতে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ মে) খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহকারী পরিচালক (অর্থ ও অডিট) ড. মো. রেজাউল কবির।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সেবার মানোন্নয়ন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও পরামর্শ তুলে ধরা হয়। এর মধ্যে ছিল সেবাকেন্দ্রের জনবল বৃদ্ধি, উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র চালু এবং পাহাড়ি এলাকার দুর্গমতা বিবেচনায় উপজেলা পর্যায়ে সহায়ক উপকরণ বিতরণ নিশ্চিত করা।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের প্রতি করুণা নয়, বরং তাদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি