ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব প্রকৌশলী ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন স্থানীয়রা। আজ বুধবার (১৪ মে) রাজধানীনিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের রায় ১ জুন
র গুলিস্তানস্থ ডিএসসিসি নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করছে।
মানববন্ধনকারীরা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনও শপথ করানো হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে। তাদের দাবি, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন।
উল্লেখ, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে চলতি বছরের ২৭ মার্চ সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।