রাজবাড়ীতে ড্রাম ট্রাকের ধাক্কায় ২ স্বর্ণ ব্যবসায়ী নিহত
 
রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) ও অশোক কুমার রায় (৬০)। তারা উভয়েই পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসায়িক কাজে একসঙ্গে পাংশা গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ২টার দিকে পাংশা থেকে ব্যবসায়িক কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন কোরবান শেখ ও অশোক রায়। পথে দুপুর আড়াইটার দিকে নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, ওই দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালক আটকে অভিযান অব্যাহত আছে।

 
                   মো.আহসান হাবীব, রাজবাড়ী
                                                  মো.আহসান হাবীব, রাজবাড়ী
               
 
 
 
