মুন্সীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভেঙেছে সেতুর রেলিং
 
          প্রাইভেটকারের ধাক্কায় ভেঙেছে সেতুর রেলিং। ছবি : এনটিভি        
          মুন্সীগঞ্জ শহরের নিকটবর্তী মুক্তারপুর এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে গেছে। আজ রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর প্রায় ১০ মিটার রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
সেতু বিভাগের মুক্তারপুর সেতুর সাইড অফিসের সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সেতুর ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় শহরের দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও রেলিং ভেঙে যাওয়ায় সেতুর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। সেতু কর্তৃপক্ষ প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।

 
                   মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
                                                  মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
               
 
 
 
