অষ্টগ্রামে মাদকসহ আটক ১
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আব্দুল্লাহ (৪৩) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আদমপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ (৪৩) তার নিজ বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুত রেখেছেন। এই তথ্য পাওয়ার পর নদীপথে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় আব্দুল্লাহর বাড়ি থেকে ১৮৪ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি ধারালো ছুরিসহ তাকে আটক করা হয়।
পরে তার দুই সহযোগী শিকু মিয়া (৪৫) ও কবির মিয়ার (৩৫) বাড়িতেও পৃথকভাবে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই তারা পালিয়ে যায়। তল্লাশিতে শিকু মিয়ার বাড়ি থেকে ৫ পিস ইয়াবা এবং কবির মিয়ার বাড়ি থেকে প্রায় ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, যৌথ বাহিনীর সফল অভিযানে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার দুই সহযোগী পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)