পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাগাড়
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। গতকাল শনিবার (২৮ জুন) মধ্যরাতে হাজার বিঘা চরে মাছটি ধরা পড়ে জেলে আদু শেখের বড়শিতে। পরে মাছটি স্থানীয় চর হাজিগঞ্জ বাজারে এনে ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।
স্থানীয় জেলেরা জানান, পানি বাড়ার কারণে বড় বড় মাছ এখন জালে ও বড়শিতে ধরা পড়ছে। শেষ রাতে আদু শেখের বড়শিতে আটকে পড়ে বিরল এই মাছটি। খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। মাছটি পরে ওজন করে দেখা যায়, ওজন প্রায় ৪২ কেজি।
এ বছর এই এলাকায় এটাই প্রথম এত বড় বাগাড় ধরা পড়ার ঘটনা। তবে বাগাড় মাছ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় ‘মহাবিপন্ন’ হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ মাছ ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে তেমন নজরদারি নেই।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুমের কারণে নদীতে বড় আকারের বাগাড় মাছ ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাড় শিকার ও বিক্রি দণ্ডনীয় হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমন নিষেধ নেই।
প্রশান্ত কুমার আরও বলেন, বড় মাছ ধরায় আমাদের আইনগত বাধা নেই। তবে জাটকা বা ছোট মাছ শিকার প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাই। বড় মাছ ধরা ঠেকানোর এখতিয়ার আমাদের নেই- তবে চাইলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।

                  
                                                  সঞ্জিব দাস, ফরিদপুর