ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর সাতদিন পর দেশে এলো প্রবাসীর মরদেহ

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনার মৃত্যুর সাতদিন পর যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামে তার নিজ গ্রামে পৌঁছেছে প্রবাসী ফরহাদ আহমেদ রনির মরদেহ (৩১)।
মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটের মাধ্যমে গতকাল শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন পৌঁছায়। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকার চেক প্রদান করে। এরপর অ্যাম্বুলেন্সে করে রনির মরদেহ তার গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১১টার দিকে পারিবারিক কবরস্থানে রনির মরদেহ দাফন করা হয়।
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি গ্রামের মাহমুদ আলীর ছেলে রনি। তিনি ৫ জুলাই মালয়েশিয়ায় একটি নির্মাণস্থলে কাজ করার সময় মারা যান। রনি প্রায় তিন বছর আগে উন্নত জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় গিয়েছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।