গাজার হাসপাতালগুলোতে একদিনে এসেছে ১২৪ মরদেহ

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা নিয়ে তাদের সর্বশেষ দৈনিক আপডেট প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ১১৭ জনসহ মোট ১২৪ জনের মৃতদেহ গাজার হাসপাতালগুলোতে পৌঁছেছে। এই সময়ে আহত অবস্থায় আরও ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আলজাজিরার।
দুই বছরের যুদ্ধের পর গাজা শহরের ধ্বংসস্তূপ বুলডোজার দিয়ে পরিষ্কার করা শুরু হয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজার বিধ্বস্ত শহরে ফিরে আসছে।
এদিকে, মিশরের শারম আল-শেখ শহরে গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগদানের আশা করা হচ্ছে।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তির আগে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের দুটি কারাগারে স্থানান্তর শুরু করেছে। এর ফলে গাজায় বন্দি ইসরায়েলিদেরও মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, নতুন পরিসংখ্যান অনুসারে, গাজার বিরুদ্ধে ইসরায়েলের দুই বছরের যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৬৭ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৭০ হাজার ৬৬ জন।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত হন ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।