সাবেক ডিআইজি আবদুল বাতেন ও তার স্ত্রীসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন, তার স্ত্রী নুরজাহান আক্তার হীরা এবং আরও দু'জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ জুলাই৫) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি-র আবেদনে বলা হয়, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ডিআইজি মো. আব্দুল বাতেন ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। তিনি এই সম্পদ নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, বাতেন ও তার স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জরুরি।
একই আদেশে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন শাহজালাল ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও তার স্ত্রী নাজমুন নাহার স্বর্ণা।
দুদকের উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায়ের আবেদনে বলা হয়েছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল মানি রিসিট ব্যবহার করে ১০ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।