সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইলফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার হওয়া ইউসুফ, সিয়াম ও জহুরুল। ছবি : এনটিভি
রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইলফোন-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরপুলিশ (ডিএমপি)। এ সময় ছিনতাই হওয়া মোবাইলফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান।
গ্রেপ্তারকৃতরা হলেন—ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।
এই ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।