রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতিকালে আটক ২
বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতিকালে ডাকাত দলের প্রধান মো. রিয়াজ (৩০) ও সহযোগী আল আমিনকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদীর মাধবদি উপজেলার বাসিন্দা ডাকাত দলের প্রধান রিয়াজ ও গাজীপুর সদর উপজেলার বাসিন্দা সহযোগী আল আমিন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অভিযানকালে আটককৃতদের কাছ থেকে মোবাইল জ্যামার, দুইটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, ৫ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের আরও ৫-৬ জন পালিয়ে গেছে, তবে তাদের ধরার চেষ্টা চলছে।
ওসি আতিকুর রহমান আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার (৩০ আগস্ট) বাগেরহাট জেলা আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

                  
                                                  আবু হোসাইন সুমন, মোংলা