এনআইডি পাচ্ছেন ১৬ হাজার প্রবাসী

প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিশ্চিত করতে প্রবাসে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১০ দেশের প্রায় ১৬ হাজার বাংলাদেশি প্রবাসীকে ভোটার হিসেবে নিবন্ধনের সব কার্যক্রম শেষে এনআইডি তুলে দিচ্ছে সংস্থাটি। সম্প্রতি ইসির তৈরি এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১০টি দেশে মোট ভোটার হয়েছেন ১৫ হাজার ৮৭৭ জন। এদের সবাইকে এনআইডি স্মার্ট কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে ১৩ হাজার ৯৯০টি এনআইডি বিতরণ করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, সবচেয়ে বেশি ভোটার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, ৯ হাজার ৩৪০ জন। এখন পর্যন্ত সৌদি আরবে ৬৮৯ জন, ইতালিতে এক হাজার ৫৭ জন, যুক্তরাজ্যে তিন হাজার ৭৯০ জন, কুয়েতে ২২১ জন, কাতারে ৪৪৪ জন, মালয়েশিয়ায় ৩১৯ জন, অস্ট্রেলিয়ায় ১২ জন ভোটার হয়েছেন। এ ছাড়া কানাডায় শূন্য আর জাপানে পাঁচজন নতুন ভোটার হয়েছেন।
প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ক আদর্শ পরিচালনা পদ্ধতিতে (এসওপি) উল্লেখ করা হয়েছে—
১. ভোটারযোগ্য (১৮ বা তদুর্ধ্ব বয়সী) প্রবাসী বাংলাদেশি নাগরিক যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা অবস্থানরত/বসবাসরত দেশে থেকেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
২. এ ছাড়া বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের ন্যায় প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ১৬ থেকে ১৭ বছর বয়সে নিবন্ধনের সুযোগ প্রদান করা যাবে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের যেসব দলিলাদি প্রয়োজন
১. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম-২(ক)
২. নির্বাচন কমিশন কর্তৃক ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত ‘বিশেষ তথ্য ফরম’ (বিশেষ এলাকার ভোটারদের জন্য জারিকৃত পরিপত্রে উল্লিখিত ক্যাটাগরির আবেদনকারীদের জন্য)
৩. মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদশি পাসপোর্টের কপি/যে মিশন অফিসে নিবন্ধন করা হবে, সেই দেশের বিদেশি পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশি এনআইডিধারী ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে (নির্ধারিত ফরমে) প্রত্যয়নপত্র
৪. বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড)
৫. পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি
৬. আবেদনকারীর পিতামাতার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/ বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি। দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৭. শিক্ষা সনদের কপি (এসএসসি/জেএসসি/ পিইসি) (যদি থাকে)
৮. ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)
৯. নিকাহনামা এবং স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
১০. আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক)
১১. সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ
এসওপিতে আরও বলা হয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার (রেজিস্ট্রেশন অফিসার) কর্তৃক আবশ্যিকভাবে সরেজমিন তদন্ত করা হবে। তারকা চিহ্নিত দলিলাদি আবশ্যিকভাবে প্রদান করতে হবে। কোনো দলিল/দলিলাদি জমা প্রদান করা সম্ভব না হলে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সেই দলিল/দলিলাদি উপজেলা/থানা নির্বাচন অফিসার (রেজিস্ট্রেশেন অফিসার)/তদন্তকারী কর্মকর্তার নিকট জমা দিতে হবে। অন্যান্য দলিলাদিও একই প্রক্রিয়ায় জমা দেওয়া যাবে।