সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ২

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ভটভটির (নসিমন) ধাক্কায় এক শিশু ও অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে জনি (১২) ও কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে একটি ভটভটি গরু নিয়ে দ্রুতগতিতে তাড়াশ উপজেলার নওঁগা হাটের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাকে ধাক্কা দিলে চালক হাইফোত হোসেন ও যাত্রী শিশু জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।