হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩৬, নিখোঁজ ২৭৯
হংকংয়ে পাশাপাশি কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৭৯ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) এ অগ্নিকাণ্ড ঘটে। এটি হংকংয়ে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হংকংয়ের উত্তরাঞ্চল তাই পোতে আগুন লাগার ১০ ঘণ্টার বেশি সময় পরেও ৩২ তলার এসব আবাসিক ভবনে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
আরও পড়ুন : আবাসিক ভবনে ভয়াবহ আগুনে হংকংয়ে নিহত ১৩
আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তীব্র তাপের কারণে দুই হাজার অ্যাপার্টমেন্টের ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের উপরের তলায় পৌঁছাতে দমকলকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।
৬৬ বছর বয়সী হ্যারি চিউং ৪০ বছরেরও বেশি সময় ধরে এ কমপ্লেক্সের দুই নম্বর ব্লকে বসবাস করছেন। তিনি বলেন, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ একটি বিকট শব্দ শুনতে পান এবং কাছের একটি ব্লকে আগুন জ্বলতে দেখেন।
হ্যারি চিউং আরও বলেন, ‘আমি তাৎক্ষণিক জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি। আমি জানি না এখন আমার কেমন লাগছে। আমি শুধু ভাবছি, আজ রাতে কোথায় ঘুমাব। কারণ আমি সম্ভবত বাড়ি ফিরতে পারব না।’
হংকংয়ের নেতা জন লি সাংবাদিকদের বলেন, নিহত ৩৬ জনের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। এ ছাড়া ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ৯০০ জন লোক আটটি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন : হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধের জবাবে যা বলল ভারত
জন লি আরও বলেন, আমাদের অগ্রাধিকার হলো আগুন নেভানো এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা। দ্বিতীয় অগ্রাধিকার হলো আহতদের সহায়তা করা। তৃতীয়টি হলো সহায়তা ও পুনরুদ্ধার করা। এরপর আমরা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করব।

এনটিভি অনলাইন ডেস্ক