জুলাই যোদ্ধা লাঞ্ছিত, ‘ইউনাইটেড সার্ভিসের’ কাউন্টার ঘেরাও

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে বাস থেকে নামিয়ে দেওয়া ও কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টায় ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালের ইউনাইটেড সার্ভিস কাউন্টারের সামনে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। এ সময় পরিবহনটির বাস চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সকল বাস বন্ধ এবং শামীমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় ঝন্টু নামে এক বাস শ্রমিককে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হালুয়াঘাটের গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে একটি বাসে ওঠার সময় বাস শ্রমিক ঝন্টু তাকে ধাক্কা দেয়। রায়হান নিজের পরিচয় দিয়ে একাধিকবার ‘সরি’ বলার পরেও শ্রমিক ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেয়। এই ঘটনায় আবু রায়হান আহত হন বলেও জানা যায়।
বাসস্ট্যান্ডে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধা আবু রাইহান, মাসুদ রানা, মোজাম্মেল হক ও মোকাররম আদনান বলেন, একজন জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
খবর পেয়ে রাতেই পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং সেনা সদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে ছুটে যান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ বলেন, জুলাই যোদ্ধারা তাদের সার্ভিসের কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রেখেছিল। পরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ ঘটনায় জড়িত বাস শ্রমিক ঝন্টুকে আটক করেছে।