চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ

পাবনার চাটমোহরে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে অবৈধভাবে স্থাপিত সোঁতিবাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ, হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক মো. খলিলুর রহমান, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
এদিকে, সোঁতিবাঁধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি থাকায় জনমনে নানান প্রশ্ন সৃষ্টি হয়েছে। কিছু মহল মনে করছে, অবৈধ কাজ ঢাকতে এসব ছবি ব্যবহার করা হতে পারে। তবে উপজেলা যুবদলের সভাপতি গোলজার হোসেন বলেন, সারাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে, সম্ভবত কেউ সোঁতিবাঁধের পাশে ফেস্টুনগুলো লাগিয়েছেন।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, উপজেলার বিলচলন ইউনিয়নের খলিসাগাড়ী বিল ও কিনু সরকারের ধর এলাকায় পানি প্রবাহ বন্ধ করে অবৈধ সোঁতিবাঁধ স্থাপন করা হয়েছিল, যা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।