অভিযানের খবরে জেলেশূন্য নদী, জাল জব্দ

মা ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা নদীতে নামে জেলা প্রশাসন, সেনাবাহিনী, জেলা পুলিশ, নৌপুলিশ, নৌবাহিনী, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। অভিযানের খবরে নদী জেলেশূন্য হয়ে পড়ে। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে মেঘনা নদীর চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অভিযানের খবর পেয়ে নদী ফাঁকা হয়ে যায়, কোথাও দেখা মেলেনি জেলে ও জেলে নৌকার। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিতে কিছু জেলে গোপনে নদীতে জাল ফেলে তীরে লুকিয়ে থাকে। অভিযানের সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ও নৌকা তল্লাশি করা হয় এবং মা ইলিশ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা জেলেদের উদ্বুদ্ধ করতে চেয়েছি নদীটা তাদের, আর এই সম্পদ তাদের রক্ষা করতে হবে। মা ইলিশ রক্ষায় এখন পর্যন্ত সাড়ে তিনশতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা এখনও জেলেদের সচেতন করছি। জেলেদের আইনের আওতায় আনা আমাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। আর কয়েকটা দিন মাত্র, কেউ যেন নদীতে না নামে, তার জন্য চেষ্টা করে যাচ্ছি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী চাঁদপুর ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকর্তারা।