চা শ্রমিককে গ্রিন পিট ভাইপারের কামড়, অ্যান্টি ভেনম থাকলেও দেয়নি হাসপাতাল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি চা বাগানে বিষধর গ্রিন পিট ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হয়েছেন মাধবী মির্ধা (২৫) নামে এক নারী চা শ্রমিক।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মাধবী মির্ধা বাগানে চা পাতা তুলছিলেন। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সহকর্মীরা দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযোগ পাওয়া গেছে, হাসপাতালে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টা ধরে তাকে বসিয়ে রাখা হয়। রক্ত পরীক্ষার অজুহাতে মূল্যবান সময় নষ্ট করা হয়। এরপরও সাপে কামড়ের প্রতিষেধক (অ্যান্টি ভেনম) না দিয়ে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে অ্যান্টি ভেনম থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। এক ঘণ্টা বসিয়ে রাখার পর রেফার করা হয়েছে। তাদের প্রশ্ন- যদি চিকিৎসা করতেই না চান, তবে এত সময় নষ্ট করলেন কেন?
স্থানীয় কয়েকজনও ক্ষোভ প্রকাশ করে বলেন, কমলগঞ্জ হাসপাতালের ডাক্তাররা রোগী এলে চিকিৎসা না দিয়ে জেলা সদরে রেফার করেন। মাস শেষে শুধু বেতন নেন- এটাই এখন নিয়মে পরিণত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম প্রথমে বলেন, ‘আমি বর্তমানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আছি।’
এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন তোলেন, ‘রোগীর জীবনের চেয়ে কী সভার গুরুত্ব বেশি?’
পরে সভা শেষে ডা. মাহবুবুল আলম জানান, ‘হাসপাতালে সাপের অ্যান্টি ভেনম রয়েছে। তবে চিকিৎসা প্রক্রিয়া কিছুটা জটিল হওয়ায় সময় লাগে।’
অন্যদিকে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, কোনো কনসালট্যান্ট উপস্থিত না থাকায় তারা অ্যান্টি ভেনম প্রয়োগ করেননি।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)