‘জমি তিনি নিতে না পেরে’ লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
কুমিল্লার হোমনা উপজেলার পাঁচকিত্তা এলাকার এক কৃষকের ২০ শতক জমিতে চাষ করা লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাতে মুরাদনগর ও হোমনা উপজেলার সীমানাঘেঁষা তিতাস নদের পাড়ে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, পাঁচকিত্তা গ্রামের কৃষক ইব্রাহিম মিয়ার নিজের কোনো জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে সবজি চাষ করেন তিনি। এ বছরও একটি এনজিওর কাছ থেকে কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে ২০ শতক জমিতে আগাম জাতের লাউয়ের চাষ করেছেন। আজ রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখেন তার জমির শতাধিক গাছ কাটা। এ ঘটনায় গ্রামের মানুষ মর্মাহত। তাদের দাবি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ক্ষতির উদ্দেশে ঘটানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।
কৃষক ইব্রাহিম মিয়া জানান, কিছুদিন পরই গাছে ধরা লাউগুলো বিক্রির উপযোগী হতো। আনুমানিক দুই লাখ টাকা বিক্রি করা যেত চাষ করা লাউ। কিন্তু এক রাতেই সেই স্বপ্ন ভেঙে গেছে।
কৃষক ইব্রাহিম মিয়ার অভিযোগ, জমিটি অন্য একজন নিতে চেয়েছিলেন। জমিটি তিনি নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে এই কাজ করতে পারেন। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে হোমনা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
হোমনা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিষয়টি তার নজরে এসেছে। তিনি সরেজমিন পরিদর্শন করবেন। ভুক্তভোগীকে সুষ্ঠু বিচার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি প্রতিবেদন দেবেন তিনি।
ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, কষ্ট করে লাগানো গাছের লাউ বিক্রির টাকায় হয়তো ওই কৃষকের সংসার চলতো। যে এই ন্যক্কারজনক কাজের সঙ্গে যে-ই জড়িত হোক তার বিচার হবে, এজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা