‘অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার চাই’
‘আমরা আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই।’— এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান নূর আসাদ।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বর এলাকায় গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান এই দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন, যা পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আসাদুজ্জামান নূর আসাদ বলেন, ‘আমরা আগামীতে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণঅধিকার পরিষদের নেতা বলেন, ‘বর্তমান বাংলাদেশের যে পেশিশক্তির রাজনীতি, কালো টাকার রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি ও অপশাসন—গত চৌদ্দ-পনেরো বছর ধরে মানুষ যে শাসনের ভেতর দিয়ে গেছে, তা সবাই দেখেছে। এখন বাংলাদেশের মানুষ এগুলো থেকে মুক্তি চায়।’
দলটির ইতিহাস উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, গণঅধিকার পরিষদ এখন পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। ২০১৮ সালের কোটা আন্দোলনের পর থেকে জাতীয় বিভিন্ন ইস্যুতে রাজপথে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে দলটি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও গণঅধিকার পরিষদের রাজপথের লড়াই-সংগ্রাম আপনারা প্রত্যক্ষ করেছেন।
আসাদুজ্জামান নূর আরও জানান, গণঅধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে বেশ কিছু চমক নিয়ে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিল্কি, পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবতাব ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্যসচিব ইসরাফিল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাছুম ইসলাম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)