ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় অপহরণে শিকার ওই ব্যবসায়ীকেও।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাতে সাভারের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহাজানের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকায়।
অপহরণের শিকার ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
র্যাব আরও জানায়, অপহরণের শিকার আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার আত্মীয়র বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দিয়ে জানায় ভিকটিম ভালো আছেন এবং তিনি সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজতে আছেন। এরপর থেকে ওই নম্বরে যোগযোগ করলে ফোন বন্ধ দেখায়। ১৯ অক্টোবর রাতে ভিকটিমের ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে ভিকটিমকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এ ঘটনায় সদর থানায় ভিকটিমের ছেলে অপহরণের একটি মামলা করলে আসামিদেরকে গ্রেপ্তার ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাবের সদস্যরা সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীদের মূলহোতা শাহাজানকে গ্রেপ্তার ও অপহৃত ভিকটিম আলমগীরকে উদ্ধার করে। গ্রেপ্তারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ