নাত-জামাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
যশোরের ঝিকরগাছায় নাত-জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের শাশুড়িসহ আরও চারজন আহত হয়েছেন, যাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ঝিকরগাছা উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক নাত-জামাই মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
নিহতের স্বজনরা জানান, যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার মৃত শাহজাহানের ছেলে মোহন মোল্লার সঙ্গে তাদের ভাগ্নি মিমের বিয়ে হয়েছিল। বিয়ের পর মোহন যৌতুকের জন্য প্রায়ই মিমকে শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনের কারণে প্রায় ১৫ দিন আগে মিমের মা তাকে যশোর থেকে নিয়ে এসে বাবার বাড়িতে রেখে যান।
মঙ্গলবার রাত ১০টার দিকে তিন থেকে চারজন সহযোগীকে নিয়ে মিমকে ফিরিয়ে নিতে যান মোহন। মিমকে দিতে রাজি না হওয়ায় মোহন ও তার সহযোগীরা গোলযোগ শুরু করেন। একপর্যায়ে তারা মিমের মা মুন্নি, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফি উদ্দিন ও শফিউদ্দিনকে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে।
গুরুতর অবস্থায় ওই রাতেই আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু নেওয়ার পথেই তিনি মারা যান।
স্বজনরা আরও জানান, ঘটনার সময় গ্রামবাসী নাতি-জামাই মোহন মোল্লা ও তার সহযোগী আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, আটক ব্যক্তিরা গণপিটুনির শিকার হয়েছে। তাদের পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাইফুল ইসলাম সজল, যশোর