সিলেট নগরে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরি করছে পুলিশ
 
সিলেট নগরের নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে নাগরিক ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমপির এই উদ্যোগের মাধ্যমে সিলেট মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার, মেস ও কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে।
এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট কাগজপত্রের ফটোকপি নিজ নিজ থানায় জমা দিতে হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই সিস্টেমের মাধ্যমে সিলেটের নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ ও যাচাই করা সম্ভব হবে। যা ভবিষ্যতে অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 
                   বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
                                                  বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
               
 
 
 
