জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন আশরাফুল
ঘরের মাঠে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং ব্যর্থতার চরম রূপ দেখেছে বাংলাদেশ। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ ছিলেন লিটন দাস-তাওহিদ হৃদয়-জাকের আলীরা। সামনে আয়ারল্যান্ড সিরিজ। সেই সিরিজে ব্যর্থতা থেকে বের হতে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত করা হলো সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে।
আজ সোমবার (৩ নভেম্বর) বোর্ড মিটিংয়ে বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদ। সেই সভা শেষে আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তবে আপাতত শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্যই আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ১১ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর।
জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন নিক পোথাস। কিন্তু তার সঙ্গে পরে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। এরপর স্বল্পকালীন সময়ের জন্য সেই দায়িত্ব পালন করেন ডিভিড হেম্প। তিনি চাকরি ছাড়লে সেই দায়িত্ব এসে পড়ে সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিনের ওপর। তবে তার অধীনে ব্যাটারদের পারফরম্যান্স চলে গেছে তলানিতে। তাই ব্যাটিং নিয়ে ভাবতে হয়েছে বিসিবিকে।
এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন আশরাফুল। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়াও এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

                  
                                                  স্পোর্টস ডেস্ক