রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো। ফাইল ছবি
নির্বাচনি কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৪ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উপর আলোচনার পর এই কমিটি গঠন করেন।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
কমিটির সদস্যগণ হলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

নিজস্ব প্রতিবেদক