যত সংকট দেখছেন, সব তৈরি করা নাটক : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যত সংকট দেখতেছেন, এগুলো তৈরি করা, এগুলো নাটক। মানুষ অত কিছু বোঝে না। ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কয়েকটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে। আর আমরা বলছি গণভোট যদি হয় নির্বাচনের দিনেই হবে।
উপস্থিত জনতার উদ্দেশে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, এই সাধারণ মানুষ, আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট, সনদ— এসব কি আমরা বুঝি?
বিএনপি মহাসচিব বলেন, এগুলো বুঝে শিক্ষিত, ওপরতলা থেকে, আমেরিকা থেকে কিছু লোক আসছে, এসে এখানে এখন এটা আমাদের ঘাড়ের ওপর চাপাচ্ছে। আমরা বিএনপি মেনে নিয়েছি, যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হবো সেটাই শুধু আসবে, যেটি রাজি হবো না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে তর্ক-বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে।

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও