রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঘোষণার আগের রাতে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সেন্ট্রাল রোড
রাজধানীর নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলামোটর
রাত ৯টা ৪০ মিনিটে বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশ সতর্ক রয়েছে।
মহাখালী
রাত ১০টার পর মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে মহাখালী কাঁচাবাজার লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করা হয়, যা নিচে এসে বিস্ফোরিত হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আসামিদের ধরার চেষ্টা চলছে।
শ্যামপুর
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামপুরে ফ্লাইওভারের ওপর থেকে নিচে তিনটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। স্থানগুলো হলো- কদমতলী বিক্রমপুর প্লাজার সামনে দুটি ও সেতু মার্কেটের সামনে একটি। শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর ১২ মেট্রোস্টেশন
রাজধানীর মিরপুর ১২ নম্বর মেট্রোস্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানিয়েছেন।
পল্লবী
একই সময়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী মেট্রোস্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণ ঘটে।
কারওয়ান বাজার
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাড্ডা
রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তরা রাত ১০টার দিকে একটি বাসে আগুন দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপির একটি বিভাগের উপকমিশনার (ডিসি) জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ কাজ করবে।
এদিকে, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান থাকবে।
নিরাপত্তা নিশ্চিতের জন্য আজ রোববার (১৬ নভেম্বর) থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্টে বসানো হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক