ফের ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকাসহ আশপাশের জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা জানায় ৩ দশমিক ৭।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং এর গভিরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা জানিয়েছে ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল বলেছে নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।
এর আগে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
দেশে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়।

এনটিভি অনলাইন ডেস্ক