দেড় দিনে চারবার ভূমিকম্পে কাঁপল দেশ, যা বলছেন বিশেষজ্ঞরা
দেড় দিনের ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব ভূমিকম্প অনুভূত হয়।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বহু ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।
এরপর শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হয়। যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ মাত্রা। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়।
এছাড়া সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড একটি এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি কম্পন অনুভূত হয়। মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এই দুটি কম্পন অনুভূত হয়। প্রথমটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায়। আর ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে।
এত ঘন ঘন ভূমিকম্পের ফলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য দেখুন ভিডিওতে…

এনটিভি অনলাইন ডেস্ক