পিরোজপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
পিরোজপুরে একটি মাদক মামলায় এক নারীসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। এর মধ্যে প্রধান আসামি ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই মামলায় আরেক আসামি মেহেদী হাসান মুন্নাকে (১৯) ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা এবং আরও এক নারীকে (২২) ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করে। পরে একই বছরের ১৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবনসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়।
পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন জানান, একটি মাদক মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করেন। বাকি দুই আসামিকে আলাদা আলাদা দণ্ডাদেশ দেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

রশিদ আল মুনান, পিরোজপুর