সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকিদাতা যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি
রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সেই দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো।
একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকাণ্ডের দায়ে এই দুজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত এবং সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া না হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির নতুন জেলা কমিটির পরিচিতি সভা ছিল। নতুন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে সেই সভা পণ্ড করতে যান মেহেদী হাসান ও সোয়াইব আহমেদসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী। এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন করছিলেন জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।
এ সময় এনসিপির নেতা ও জুলাইযোদ্ধা পরিচয়ে সভাকক্ষে ঢুকে সংবাদিকদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার আলটিমেটাম দেন এই দুজন। অন্যথায় পর্যটন মোটেলে তালাবদ্ধ করে ভেতরে আগুন দেওয়ারও হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরত সংবাদিকরা। তারা একাট্টা হয়ে হুমকিদাতা দুজনকে পর্যটন মোটেলের বাইরে বের করে আনেন। এরপর দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে সংবাদিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সংবাদকর্মীরা তাৎক্ষণিক এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা ও রাজশাহী এডিটরস ফোরাম। তারা এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি এবং জুলাইয়ের চেতনাবিরোধী উল্লেখ করে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)