নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের হাতে এ মনোনয়নপত্র হস্তান্তর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন ও বাচ্চুসহ অনেকে।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে মুড়াপাড়া শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আজকে সবার আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসছে। আগামী ১২ ফেব্রুয়ারি এদেশে নির্বাচন হবে। এ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতিক জয়লাভ করে সংসদে যাবে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সবাই দোয়া করবেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যেন আগামী নির্বাচন পরিচালনা করতে পারেন।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)