গয়েশ্বর রায়ের পেশা কৃষি, বছরে আয় ১৭ লাখ, আছে ৬১ কোটি টাকার সম্পদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন পেয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নিজের পেশা কৃষি হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস।
গয়েশ্বর রায়ের বার্ষিক আয় প্রায় ১৭ লাখ টাকা। এরমধ্যে কৃষিখাত থেকে আসে ২ লাখ ৩৫ হাজার টাকা এবং বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আসে ১৪ লাখ ৬৭ হাজার। এছাড়া অন্যান্য উৎস থেকে আসে ৪ হাজার ৮৬০ টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার ব্যাংকে জমা আছে ৪৬ লাখ ৬৪ হাজার ৪৫৯ টাকা। এছাড়া, তার কাছে এক লাখ টাকার কোম্পানি শেয়ার রয়েছে।
গয়েশ্বরের ব্যবহারের জন্য রয়েছে একটি টয়োটা হেরিয়ার মডেলের গাড়ি, যার মূল্য ৫৬ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া তার রয়েছে ৬ তোলা পরিমাণ স্বর্ণের তৈরি গহনা। তার কৃষিজমির পরিমাণ ৪২ ডেসিমিল। পাশাপাশি অকৃষি জমির পরিমাণ সোয়া তিন একরের বেশি, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। তার রয়েছে একটি ছয়তলা ভবন ও একটি দোতলা ভবন। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ আনুমানিক ৬১ কোটি টাকা।
গয়েম্বর রায়ের নিজের বা তার সন্তানের বা তার ওপর নির্ভরশীল কারো দায় বা ঋণ নেই। ২০২৫-২৬ সালে তার আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ১৭ লাখ ৭ হাজার ৮৫৮ টাকা। রিটার্নে তার নিজের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৮৫৯ টাকা। এছাড়া তার দুই সন্তানের সম্পদ দেখানো হয়েছে যথাক্রমে ৩৭ লাখ ৩৩ হাজার টাকা এবং এক কোটি ৫৯ লাখ ৮৪ হাজার ২৬৩ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক