মানিকগঞ্জে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
মানিকগঞ্জে ‘গণিতের প্রকাশ, প্রতিভার বিকাশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে গণিত অলিম্পিয়াড। আজ শুক্রবার মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গণিত ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় জেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৯৭৪ জন শিক্ষার্থী।
মেধার ভিত্তিতে প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ ১০ জন করে মোট ৪০ জনকে অর্থ, ক্রেস্ট, মেডেল, বই, টি-শার্ট ও সনদ দেওয়া হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় প্রতিষ্ঠানটির গণিত বিভাগের প্রভাষক সাব্বির আহমেদ বলেন, ‘তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা চার ভাগে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। ৩০ মিনিট সময়ে ৩০ নম্বরের পরীক্ষায় প্রতি শিক্ষার্থীকে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন (নিজ পাঠ্যক্রম) এবং একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হয়।’
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক প্লাজমা বিজ্ঞানী ড. এ এ মামুন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আফরোজা খান রিতা, অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম, গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক ও গণিত বিভাগের প্রভাষক তন্ময় কুমার শাওন প্রমুখ।