অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে ৩০ এপ্রিল!
এর আগে খবরে প্রকাশ, পরিচালক রোহিত শেঠির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সূর্যবংশী’ ২ এপ্রিলে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারতে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে, বিশেষ করে মহারাষ্ট্রে।
এবার বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গুঞ্জন রয়েছে, সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির মুক্তির তারিখ চার সপ্তাহ পিছিয়ে এ বছরের ৩০ এপ্রিল করা হয়েছে।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, প্রদর্শকেরা সিনেমাটি মুক্তির নতুন তারিখ সম্পর্কে অবগত করেছেন। তাঁরা ‘সূর্যবংশী’র জন্য প্রেক্ষাগৃহ বুক করেছেন।
সূত্রটি আরও জানিয়েছে, আগামী ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সেইসঙ্গে মুক্তি দেওয়া হবে নতুন পোস্টার। মজার ব্যাপার হলো, ওই তারিখে নিজের জন্মদিন উদযাপন করবেন রোহিত শেঠি।
সিনেমাটিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।