ছয় বছরে অক্ষয়ের আয় ২,১০০ কোটি টাকা
বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা অক্ষয় কুমার। বছরের শেষে খবরে প্রকাশ, এ তারকা তাঁর ২০২২ সালের সিনেমার জন্য রেকর্ড ১৩৫ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১৫৫ কোটি টাকার বেশি।
এবার মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য বিশ্লেষণ করে বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, গেল ছয় বছরে অক্ষয় কুমার আয় করেছেন ২৫৩.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১০০ কোটি টাকার বেশি।
প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার মাঝে ২০২০ সালে অক্ষয় আয় করেছেন ৪৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এই তারকা পারিশ্রমিক ছাড়াও সিনেমার একটি লাভের অংশও আয় করে থাকেন, যেটা শেষে যুক্ত হয়। সেই হিসাবে ২০২০ সাল অক্ষয়ের জন্য বেশ ভালো গেছে। আর ক্যারিয়ারের জন্য অক্ষয়ের সেরা বছর ২০১৯। ওই বছরে পাঁচটি সিনেমা দিয়ে এই অভিনেতার আয় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, অক্ষয় কুমার ২০১৫ সালে আয় করেছেন ৩২.৫ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৬ সালে ৩১.৫, ২০১৭ সালে ৩৫.৫, আর ২০১৮ সালের আয় ছিল ৪০.৫ মার্কিন ডলার।
সবশেষ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘লক্ষ্মী’ সিনেমা। রাঘব লরেন্স পরিচালিত সিনেমাটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অক্ষয়ের আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সূর্যবংশী’, ‘অতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘মিশন লায়ন’, ‘রক্ষা বাঁধন’সহ বেশ কিছু সিনেমা।