দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় সারা আলি খান
বলিউড অভিনেত্রী সারা আলি খান এখন তাঁর ‘অতরঙ্গি রে’ সিনেমার প্রচারণায় ব্যস্ত। অবস্থান করছেন দিল্লিতে। দিল্লিতে থাকবেন আর হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাবেন না, তা কি হয়। তাই ব্যস্ততার ফাঁকে দরগাদর্শন করে এলেন সাইফকন্যা।
ইন্ডিয়া ডটকমের খবর, ২৬ বছর বয়সী সারা আলি খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, পবিত্র জুমার রাতে দিল্লির নিজামুদ্দিন দরগায় মেঝেতে বসে গান শুনছেন তিনি। সেখানে কাউয়ালি গানে মগ্ন দেখা যাচ্ছে সারাকে। ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।
দরগায় সারাকে গাঢ় সবুজ ও বেগুনি পোশাকে দেখা যায়। কাউয়ালির তালে তাঁকে মাথা নাড়াতেও দেখা যায়। মুখে ছিল মাস্ক, যেখানে তাঁর ‘অতরঙ্গি রে’ সিনেমার চরিত্র ‘রিংকু’ নাম লেখা। আরেক ভিডিও শেয়ার করে সারা লিখেছেন, ‘জুম্মা মুবারক। হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগায় রিংকু পৌঁছেছে।’
এ সিনেমায় সারার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ। আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমা ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।

বিনোদন ডেস্ক