মা-ই আমার সব সমস্যার সমাধান : সারা
বলিউডের উঠতি তারকা সারা আলি খান এখন তাঁর ‘অতরঙ্গি রে’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন। এই সিনেমায় দুই সুপারস্টার অক্ষয় কুমার ও ধানুশের সঙ্গে প্রথম বারের মতো পর্দা ভাগাভাগি করেছেন। এ তো গেল রুপালিকথন। ব্যক্তিগত জীবনে মা অমৃতা সিংয়ের সঙ্গে খুবই অন্তরঙ্গ সারা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিম্বা’ অভিনেত্রী মায়ের সঙ্গে বন্ধনের কথা বলেছেন। মা-ই তাঁর সব শক্তির আধার। সারা বলেন, সব সমস্যার সমাধান তাঁর মা।
বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সারা জানান, জীবনকে ইতিবাচকভাবে দেখার অনুভূতি এনে দিয়েছেন তাঁর মা অমৃতা সিং। তবে জীবনে সব সময় একই রকম যায় না। সারার ভাষ্য, ‘এমন দিনও আসে, যখন আমি ইতিবাচক থাকি না। এটা স্বাভাবিক। সেটা জীবনেরই অংশ। কিন্তু আমার মনে হয়, আমার একজন অসাধারণ মা আছে এবং সে-ই আমার সব সমস্যার সমাধান। মায়ের পাশে থাকলে নেতিবাচক থাকাটা অসম্ভব।’
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, সারা আলি খানকে আগামীতে আনন্দ এল রাইয়ের ‘অতরঙ্গি রে সিনেমায় দেখা যাবে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘অশ্বত্থামা’। এই সায়েন্স ফিকশন ফিল্মে ভিকি কুশলের বিপরীতে দেখা যাবে নবাবজাদিকে।

বিনোদন ডেস্ক